Surah Al-Fatihah - আল ফাতিহা বাংলা উচ্চারণ ও অর্থ, Audio, Arabic Ayat & English Meaning

1
Al-Fatihah
আল ফাতিহা
Meaning: The Opening - Released in Mecca Total Ayats: 7 (1 to 7) Total Ruku: 1 - Sijda: Para: 1 - According to Najil: 5
# Ayat & Ortho Uccharon & English Meaning
1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ বিছমিল্লাহির রাহমানির রাহিম।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। In the name of Allah, Most Gracious, Most Merciful.
2 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ আল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন।
যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;
3 الرَّحْمَٰنِ الرَّحِيمِ আররাহমা-নির রাহীম।
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। Most Gracious, Most Merciful;
4 مَالِكِ يَوْمِ الدِّينِ মা-লিকি ইয়াওমিদ্দীন।
যিনি বিচার দিনের মালিক। Master of the Day of Judgment.
5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ইয়্যা-কা না‘বুদুওয়া ইয়্যা-কা নাছতা‘ঈন।
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। Thee do we worship, and Thine aid we seek.
6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
আমাদেরকে সরল পথ দেখাও, Show us the straight way,
7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ সিরা-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম । গাইরিল মাগদূ বি ‘আলাইহিম ওয়ালাদ্দাল্লীন।
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। The way of those on whom Thou hast bestowed Thy Grace, those whose (portion) is not wrath, and who go not astray.